চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি ঐতিয়্যবাহী অঞ্চল ১২নং কোদালা ইউনিয়ন।কর্নফুলী নদীর অববাহিকায় কোদালা ইউনিয়ন অবস্থিত।কাল পরিক্রমায় এখন কোদালা ইউপি শিক্ষা,সংসকৃতি,ধর্মীয় অনুস্টান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজসব সক্রীয়তা আজ ও সমুজ্জল।
ক)গ্রাম ভিত্তিক লোকসংখ্যা-২০১১ সালের আদমশুমারী অনুয়ারী লোকসংখ্যা১৮০০০ হাজার (প্রায়)
খ)গ্রামের সংখ্য-৩০টি এবং গ্রামের আয়তন ১৬০৩ বর্গ কিলোমিটার।
গ)মোজার সংখ্যা-৪টি
ঘ)হাটবাজার সংখ্যা-১টি কোদালা বাজার,শনিবার ও মঙ্গল বার বিকালে হাট বসে
ঙ্গ)শিক্কার হার-৭০%।
চ)ইউপি ভবন-বাস্তবায়নাধীন।
ছ)কমিউনিটি ক্লিনিক-২টি
জ)মাদ্রাসাও মসজিদের সংখ্যা-২৩টি দাখিল মাদ্রাসা-৩টি,ফোরকানীয়া মাদ্রাসা-২০টি।
ঝ)দর্শ নীয় স্থান- কোদালা চা বাগান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস