কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি ঐতিয়্যবাহী অঞ্চল ১২নং কোদালা ইউনিয়ন।কর্নফুলী নদীর অববাহিকায় কোদালা ইউনিয়ন অবস্থিত।কাল পরিক্রমায় এখন কোদালা ইউপি শিক্ষা,সংসকৃতি,ধর্মীয় অনুস্টান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজসব সক্রীয়তা আজ ও সমুজ্জল।
ক)গ্রাম ভিত্তিক লোকসংখ্যা-২০১১ সালের আদমশুমারী অনুয়ারী লোকসংখ্যা১৮০০০ হাজার (প্রায়)
খ)গ্রামের সংখ্য-৩০টি এবং গ্রামের আয়তন ১৬০৩ বর্গ কিলোমিটার।
গ)মোজার সংখ্যা-৪টি
ঘ)হাটবাজার সংখ্যা-১টি কোদালা বাজার,শনিবার ও মঙ্গল বার বিকালে হাট বসে
ঙ্গ)শিক্কার হার-৭০%।
চ)ইউপি ভবন-বাস্তবায়নাধীন।
ছ)কমিউনিটি ক্লিনিক-২টি
জ)মাদ্রাসাও মসজিদের সংখ্যা-২৩টি দাখিল মাদ্রাসা-৩টি,ফোরকানীয়া মাদ্রাসা-২০টি।
ঝ)দর্শ নীয় স্থান- কোদালা চা বাগান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস